Header Ads

About

ক্রাশ মানে হচ্ছে আনষ্কিক ভালো লাগা। সেটা যেকোনো কিছু হতে পারে। যা প্রথম দেখাতেই ভালো লাগে এমন। এক কথায় Love At First Sight টাইপের। হতে পারে সেটা সাময়িক বা চিরস্থায়ী। এই ভালোলাগা থেকেই একটা সময় মনের ভিতর নিজের অজান্তেই চলে আসে অনুভূতি। কখন যে ভালোবাসার মায়াজালে আবদ্ব হয়ে যায় সেটাই বুঝা মুশকিল। বন্ধুত্ব বা ভালোবাসা যে-ই সম্পর্কের কথায় বলিনা কেন যেকোনো সম্পর্কের নাম দেওয়া খুব সহজ কিন্তু কন্টিনিউ করা অনেক কষ্টের। এর জন্য অনেক বড় ত্যাগ ও স্বিকার করতে হয়।
সবকিছুর ঊর্ধ্বে যেন সম্পর্কটা শেষ পর্যন্ত টিকে থাকে সেটাই হোক একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।

Crush & Confession ব্লগ টিকে কেউ ছিনক বিনদনের জন্য মনে করবেন না। বিনদনের পাশাপাশি যদি আমরা ভালো কিছু করতে বা শিখতে পারি সেটাই হবে আমাদের অর্জন। সবাই সবাইকে সম্মান দিয়ে একটা পরিবারে আবদ্ব থাকার চেষ্টা করবেন। পরিচিত বা অপরিচিত সবাইকে রেস্পেক্ট করবেন।যেকোনো সম্পর্কে যাওয়ার আগে প্রয়োজন পূর্ণ অপরিচিত। আর একটা মানুষের সাথে পরিচয় হওয়ার পরে ভালো একটা সম্পর্ক হোক বন্ধুত্ব বা অন্যকিছু যাওয়ার আগে অবশ্যই তার সাথে কথা বার্তা বা ভালো বুঝাপড়া থাকলেই তবেই সম্ভব। হুট করে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়না।একটা সম্পর্কে যাওয়ার আগে নিজে জানুন, নিজেকে জানান, বুঝেন তারপর সিদ্বান্ত নেন।

No comments

Powered by Blogger.